ওসমান গনি ইলি,কক্সবাজার থেকেঃ কক্সবাজার জেলার এ প্রথমবারের মত ব্যাথামুক্ত ডেলিভারী সম্পন্ন ভাবে সফল হয়েছেন ঈদগাঁওর মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে। ইসলামাবাদ ইউপির হরিপুর এলাকার আবুল হাসিমের স্ত্রী সানজিদা আক্তারকে ৬ই আগষ্ট প্রথমবারের মত ব্যাথামুক্ত ডেলিভারী করেন কর্মরত চিকিৎসক।
ঈদগাঁও উপজেলা বাজারে অবস্থিত ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালে। ডেলিভারীর বিষয়ে নিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরি চালক ডা: মো: ইউসুফ আলী বলেন,ব্যাথামুক্ত করার জন্য পূর্ণ তত্তাবধানে ছিলেন,ডা: হাবিবুর রহমান,ডেলিভারী করেন- মহিলা ডা: সাঈদা ইয়াসমিন পলি। ডেলিভারী কাজে সহযোগিতা করেন, হাসপাতালের নার্স ইনচার্জ।
স্বামী আবুল হাসিম প্রতিবেদককে জানান,হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইউছুফ আলী স্যারের প্রচেষ্টায় আমার স্ত্রীর ব্যাথামুক্ত ডেলিভারী সফল হয়েছেন।তিনি ডা: হাবিবুর রহমান, সাঈদা ইয়াসমিন পলির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউছুফ আলী জানান, আমরা আমাদের হাসপা তালের ডাক্তারা সাধ্যের মধ্যে সবোর্চ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ব। আমরা প্রসূতি সেবায় বহু দিন হতেই ২৪ঘন্টা সার্ভিস দিয়ে আসছি। বেশ কিছুদিন হতে ব্যাথামুক্ত ডেলিভারী চালুর জন্য পরিকল্পনা করে আসছিলাম। ডেলিভারি রোগীদের সেবা প্রথম বারের মত ৬ আগষ্ট শনিবার ব্যাথামুক্ত ডেলিভারী সম্পন্ন হয়। এতে খুশিতে উৎফুল্ল হয়ে উঠেন রোগীর স্বজন এলাকাবাসী।